২০৩

পরিচ্ছেদঃ ৯) ওযুর সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ্ পরিত্যাগ করার প্রতি ভীতি প্রদর্শন

২০৩. (হাসান লি গাইরিহী) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যার ওযু নাই, তার সালাত হবে না এবং যে আল্লাহর নাম উল্লেখ করবে না (তথা বিসমিল্লাহ বলবে না) তার ওযু হবে না।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/৪১৮, আবু দাউদ ১০১, ইবনু মাজাহ্ ৩৯৯, ত্বাবরানী ৮/৯৬ ও হাকেম ১/১৪৬)

الترهيب من ترك التسمية على الوضوء عامدا

(حسن لغيره) و عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"لا صَلاةَ لِمَنْ لا وُضُوءَ لَهُ، وَلا وُضُوءَ لِمَنْ لَمْ يُذْكَرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ" . رواه أحمد وأبو داود وابن ماجه والطبراني والحاكم وقال صحيح الإسناد


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ