২০২

পরিচ্ছেদঃ ৯) ওযুর সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ্ পরিত্যাগ করার প্রতি ভীতি প্রদর্শন

২০২. (হাসান লি গাইরিহী) ইমাম আবু বাকর ইবনু আবী শায়বা (রহ) বলেনঃ আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যে আল্লাহর নাম নিল না (তথা বিসমিল্লাহ বলল না) তার ওযু হল না।’’

الترهيب من ترك التسمية على الوضوء عامدا

(حسن لغيره) قَالَ الإمام أبو بكر بن أبي شيبة رحمه الله ثبت لنا أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: " لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ يسْمَ اللَّهِ . " كذا قال


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ