১৫২

পরিচ্ছেদঃ ২) পানি, গোসলের স্থান ও গর্তে পেশাব করার ব্যাপারে ভীতি প্রদর্শন

১৫২. (সহীহ) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সহীর পানিতে পেশাব করতে নিষেধ করেছেন।

(মুসলিম ২৮১, ইবনে মাজাহ্ ৩৪৩ ও নাসাঈ ১/৩৪ হাদীছটি বর্ণনা করেছেন)

الترهيب من البول في الماء والمغتسل والجحر

(صحيح) عن جَابرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ نَهَى عَنْ أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ . رواه مسلم وابن ماجه والنسائي