১২৯

পরিচ্ছেদঃ ৯) জ্ঞান লাভ করে আমল না করা এবং যা করে না তা বলার প্রতি ভীতি প্রদর্শন

১২৯. (সহীহ্ লি গাইরিহী মাওকূফ) লোক্বমান বিন আমের থেকে বর্ণিত। তিনি বলেন, আবু দারদা (রাঃ) বলতেনঃ

’’কিয়ামত দিবসে আমি আমার পালনকর্তাকে ভয় করছি যে, তিনি আমাকে সকল সৃষ্টির সম্মুখে ডেকে বলবেন: হে উওয়াইমের! আমি বলব: লাব্বাইকা হে আমার পালনকর্তা! তখন তিনি বলবেনঃ যা শিক্ষা লাভ করেছো তদানুযায়ী কী আমল করেছিলে?’’

(হাদীছটি বর্ণনা করেছেন বায়হাক্বী ১৮৫২)

الترهيب من أن يعلم ولا يعمل بعلمه ويقول ولا يفعله

(صحيح لغيره موقوف) وَعَنْ لُقْماَنَ يَعْنِيْ ابن عاَمِرٍ قاَلَ: كَانَ أَبُوْ الدَّرْدَاءِ يَقُوْلُ:"إِنَّمَا أَخْشَى مِنْ رَبِّي يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَدْعُوَنِيْ عَلَى رُؤُوْسِ الْخَلَائِقِ، فَيَقُولُ لِي: يَا عُوَيْمِرُ! فَأَقُولُ: لَبَّيْكَ رَبِّ، فَيَقُولُ: مَا عَمِلْتَ فِيمَا عَلِمْتَ؟" رواه البيهقي


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ