৯৭৬

পরিচ্ছেদঃ ৫৮: যুহরের দ্বিতীয় রাকআতে কিয়াম সংক্ষিপ্ত করা

৯৭৬. উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহ.) ..... আবূ কতাদাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে নিয়ে যুহরের সালাত আদায় করতেন। প্রথম দু’রাক’আত কোন কোন সময় আয়াত শুনাতেন। তিনি প্রথম রাক’আত দীর্ঘ করতেন আর দ্বিতীয় রাক’আত সংক্ষিপ্ত করতেন। তিনি ফজরের সালাতেও এমন করতেন। প্রথম রা’কআত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক’আত সংক্ষিপ্ত করতেন। আর তিনি ’আসরের সালাতের প্রথম দু’রাক’আত আমাদের সাথে নিয়ে এমনভাবে আদায় করতেন যে, প্রথম রাক’আত লম্বা করতেন এবং দ্বিতীয় রাকআত সংক্ষিপ্ত করতেন।

تقصير القيام في الركعة الثانية من الظهر

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنِي أَبِي، ‏‏‏‏‏‏عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنِيعَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، ‏‏‏‏‏‏أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِنَا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَيُطَوِّلُ فِي الْأُولَى وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي صَلَاةِ الصُّبْحِ يُطَوِّلُ فِي الْأُولَى وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَكَانَ يَقْرَأُ بِنَا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ صَلَاةِ الْعَصْرِ يُطَوِّلُ الْأُولَى وَيُقَصِّرُ الثَّانِيَةَ . تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۹۷۵ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 977 - صحيح

58. Making The Standing Shorter In The Second Rak'ah Of Zuhr


Abdullah bin Abi Qatadah narrated that: His father told him: The Messenger of Allah (ﷺ) used to recite for us in the first two rak'ahs of Zuhr prayer, and he would make us hear a verse sometimes. He would make the first rak'ah longer and the second shorter. And he used to do that in Subh too, make the first rak'ah longer and the second shorter. And he used to recite in the first two rak'ahs of 'Asr prayer, making the first rak'ah longer and the second shorter.