লগইন করুন
পরিচ্ছেদঃ ৫১: জামা'আত ত্যাগের কারণ
৮৫৪. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... আবুল মালীহ (রহ.)-এর সূত্রে তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সাথে হুনায়নে ছিলাম, এমন সময়ে আমাদের ওপর বৃষ্টি বর্ষণ শুরু হলো। তখন রাসূলুল্লাহ (সা.)-এর মুয়াযযিন ঘোষণা করলেন, “সল্লূ ফী রিহা-লিকুম” (আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন)।
العذر في ترك الجماعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قال: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِحُنَيْنٍ فَأَصَابَنَا مَطَرٌ فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ صَلُّوا فِي رِحَالِكُمْ . تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۱۳ (۱۰۵۷، ۱۰۵۸، ۱۰۵۹)، سنن ابن ماجہ/إقامة ۳۵ (۹۳۶)، (تحفة الأشراف: ۱۳۳)، مسند احمد ۵/۲۴، ۷۴، ۷۵ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 855 - صحيح
51. Excuse For Not Praying In Congregation
It was narrated from Abu Al Malih that his father said: We were with the Messenger of Allah (ﷺ) in Hunain and it rained. The caller of the Messenger of Allah (ﷺ) called out, telling us: 'Pray where you are. '