৩০১

পরিচ্ছেদঃ ১৮৮: কাপড় থেকে বীর্য তুলে ফেলা

৩০১. মুহাম্মাদ ইবনু কামিল আল মারওয়াযী (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার মনে পড়ে, আমি রাসূলুল্লাহ (সা.) -এর কাপড় থেকে অপবিত্রতার চিহ্ন ঘষে পরিষ্কার করে ফেলে দিতাম।

بَاب فَرْكِ الْمَنِيِّ مِنْ الثَّوْبِ

أخبرنا محمد بن كامل المروزي قال حدثنا هشيم عن مغيرة عن إبراهيم عن الأسود عن عائشة قالت:‏‏‏‏ لقد رأيتني أجده في ثوب رسول الله صلى الله عليه وسلم فأحته عنه ‏.‏ تخریج دارالدعوہ: صحیح مسلم/الطہارة ۳۲ (۲۸۸)، سنن ابن ماجہ/الطہارة ۸۲ (۵۳۹)، (تحفة الأشراف: ۱۵۹۷۶) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 302 - صحيح

188. Rubbing Semen From A Garment


It was narrated that 'Aishah said: I remember finding it on the garment of the Messenger of Allah (ﷺ) and scratching it off.