২৯৬

পরিচ্ছেদঃ ১৮৮: কাপড় থেকে বীর্য তুলে ফেলা

২৯৬. কুতায়বাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -এর কাপড় থেকে নাপাকী ঘষে তুলে ফেলতাম। আর এক সময় বলেছেন, কাপড় থেকে বীর্য ঘষে তুলে ফেলতাম।

بَاب فَرْكِ الْمَنِيِّ مِنْ الثَّوْبِ

أخبرنا قتيبة قال حدثنا حماد عن أبي هاشم عن أبي مجلز عن الحرث بن نوفل عن عائشة قالت:‏‏‏‏ كنت أفرك الجنابة وقالت مرة أخرى المني من ثوب رسول الله صلى الله عليه وسلم ‏.‏ تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف: ۱۶۰۵۷) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 297 - صحيح الإسناد

188. Rubbing Semen From A Garment


It was narrated that 'Aishah said: I used to scrape the Janabah. On another occasion she said: The semen from the garment of the Messenger of Allah (ﷺ).