লগইন করুন
পরিচ্ছেদঃ ১৫৬: গোসলের আগে অপবিত্র ব্যক্তির উযূ করা
২৪৭. কুতায়বাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। নবী (সা.) যখন অপবিত্রতা থেকে গোসল করতেন তখন উভয় হাত ধোয়ার মাধ্যমে আরম্ভ করতেন। তারপর সালাতের উযূর মতো উযূ করতেন। তারপর আঙ্গুলসমূহ পানিতে ডুবিয়ে তা দ্বারা তার চুলের গোড়া খিলাল করতেন। পরে মাথায় তিন অঞ্জলি পানি দিতেন। এরপর সারা শরীরে পানি ঢালতেন।
ذِكْرُ وُضُوءِ الْجُنُبِ قَبْلَ الْغُسْلِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ الْمَاءَ فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعْرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غُرَفٍ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جَسَدِهِ كُلِّهِ . تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۱ (۲۴۸)، (تحفة الأشراف: ۱۷۱۶۴)، موطا امام مالک/الطہارة ۱۷ (۶۷)، وقد أخرجہ: صحیح مسلم/الحیض ۹ (۳۱۶) (صحیح الإسناد) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 248 - صحيح
156. Mention Of The Junub Person Performing Wudu' Before The Ghusl
It was narrated from 'Aishah that when the Prophet (ﷺ) performed Ghusl from Janabah he would start by washing his hands, then he would perform Wudu' as for prayer, then he would dip his fingers in the water, then run them through his hair, then he would pour water over his head three times, then he would pour water over his entire body.