লগইন করুন
পরিচ্ছেদঃ ১৪৪: পুরুষের গোসলের জন্যে কি পরিমাণ পানির প্রয়োজন হয়?
২২৬. মুহাম্মাদ ইবনু ’উবায়দ (রহ.) ..... মূসা আল জুহানী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, মুজাহিদ (রহ.)-এর কাছে একটি পেয়ালা আনা হলো, আমার অনুমান তাতে আট রতল* পরিমাণ পানি হবে। পরে তিনি বললেন, আমাকে ’আয়িশাহ্ (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) এ পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।
بَاب ذِكْرِ الْقَدْرِ الَّذِي يَكْتَفِي بِهِ الرَّجُلُ مِنْ الْمَاءِ لِلْغُسْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُوسَى الْجُهَنِيِّ، قال: أُتِيَ مُجَاهِدٌ بِقَدَحٍ حَزَرْتُهُ ثَمَانِيَةَ أَرْطَالٍ، فَقَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَغْتَسِلُ بِمِثْلِ هَذَا . تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف: ۱۷۵۸۱)، مسند احمد ۶/۵۱ (صحیح الإسناد) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 227 - صحيح الإسناد
144. Mention Of How Much Water Is Sufficient For A Man To Perform Ghusl
It was narrated that Musa Al-Juhani said: A vessel was brought to Mujahid, which I estimated to be eight Ratls, and he said: 'Aishah told me that the Messenger of Allah (ﷺ) used to perform Ghusl using such a vessel.'