লগইন করুন
পরিচ্ছেদঃ ৯১: দু' হাত দিয়ে দু' পা ধোয়া
১১৩. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... (’আবদুর রহমান ইবনু আবদ) কয়সী (রাঃ) হতে বর্ণিত। এক সফরে রাসূলুল্লাহ (সা.) -এর সাথে তিনি ছিলেন, এমতাবস্থায় রাসূলুল্লাহ (সা.) -এর জন্যে পানি আনা হলে তিনি পাত্র থেকে উভয় হাতে পানি ঢেলে নিলেন এবং উভয় হাত একবার ধৌত করলেন। এক একবার করে মুখমণ্ডল ও দু’হাত কনুই পর্যন্ত ধুয়ে নিলেন। পরে ডান হাত দিয়ে পদদ্বয় ধুয়ে নিলেন।
غَسْلُ الرِّجْلَيْنِ بِالْيَدَيْنِ
خْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنَا مُحَمَّدٌ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، قال: أَخْبَرَنِي أَبُو جَعْفَرٍ الْمَدَنِيُّ، قال: سَمِعْتُ ابْنَ عُثْمَانَ بْنِ حُنَيْفٍ يَعْنِي عُمَارَةَ، قال: حَدَّثَنِي الْقَيْسِيُّ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأُتِيَ بِمَاءٍ، فَقَالَ: عَلَى يَدَيْهِ مِنَ الْإِنَاءِ فَغَسَلَهُمَا مَرَّةً وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ مَرَّةً مَرَّةً وَغَسَلَ رِجْلَيْهِ بِيَمِينِهِ كِلْتَيْهِمَا . تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۵۶۴۸) (ضعیف الإسناد) (اس کے راوی ‘’عمارہ بن عثمان بن حنیف ‘‘ لین الحدیث ہیں) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 113 - ضعيف الإسناد
91. Washing The Feet With The Hands
Al-Qaisi narrated that he was with the Messenger of Allah (ﷺ) on a journey, and some water was brought to him. He poured some onto his hands from the vessel and washed them once, then he washed his face and each arm once, and he washed his feet with both hands.