লগইন করুন
পরিচ্ছেদঃ ১২. গোসলকারিণীর বেণীর হুকুম
৬৩৯। আহমাদ ইবনু সাঈদ আদ দারিমী (রহঃ)-এর সুত্রে আইউব ইবনু মূসা (রহঃ) থেকে এ সনদে হাদীসটি বর্ণিত আছে। সেখানে উল্লেখ আছে যে, ’আমি কি তা খুলে তারপর জানবাত থেকে গোসল করব? সেখানে তিনি হায়েযের কথা উল্লেখ করেননি।
باب حُكْمِ ضَفَائِرِ الْمُغْتَسِلَةِ
وَحَدَّثَنِيهِ أَحْمَدُ الدَّارِمِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ أَفَأَحُلُّهُ فَأَغْسِلُهُ مِنَ الْجَنَابَةِ . وَلَمْ يَذْكُرِ الْحَيْضَةَ .
This hadith is narrated by the same chain of transmitters by Ahmad al. Darimi, Zakariya b. 'Adi, Yazid, i. e. ' Ibn Zurai', Rauh b. al-Qasim, Ayyub b. Musa with the same chain of transmitters, and there is a mention of these words:
" Should I undo the plait and wash it, because of sexual intercourse?" and there is no mention of menstruation.