১৪৭৮

পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান

১৪৭৮(৩). আবু বাকর (রহঃ) ... হুজায়রা বিনতে হুসাইন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সালামা (রাঃ) আসরের নামাযে আমাদের ইমামতি করেন এবং তিনি আমাদের (প্রথম কাতারের) মাঝখানে দাঁড়ালেন। এই হাদীস আল-হাজ্জাজ ইবনে আরতাত (রহঃ) কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন। এতে তিনি সন্দেহে পতিত হন। হাদীসের হাফেজ শো’বা, সাঈদ (রহঃ) প্রমুখ তার সাথে বিরোধ করেছেন।

بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنَا سُفْيَانُ عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ عَنْ حُجَيْرَةَ بِنْتِ حُصَيْنٍ قَالَتْ : أَمَّتْنَا أُمُّ سَلَمَةَ فِي صَلَاةِ الْعَصْرِ فَقَامَتْ بَيْنَنَا . حَدِيثٌ رَوَاهُ حَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ قَتَادَةَ فَوَهِمَ فِيهِ وَخَالَفَهُ الْحُفَّاظُ شُعْبَةُ وَسَعِيدٌ وَغَيْرُهُمَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ