১৪৭৭

পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান

১৪৭৭(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... রিতা আল-হানাফী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) আমাদের (নামাযে) ইমামতি করেন। তিনি ফরয নামাযে তাদের মাঝখানে (ইমামতির জন্য) দাঁড়ান।

بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، ثَنَا سُفْيَانُ ، حَدَّثَنِي مَيْسَرَةُ بْنُ حَبِيبٍ النَّهْدِيُّ عَنْ رَيْطَةَ الْحَنَفِيَّةِ قَالَتْ : أَمَّتْنَا عَائِشَةُ ، فَقَامَتْ بَيْنَهُنَّ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ রিতা আল-হানাফী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ