১৪৭৫

পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত

১৪৭৫(৫). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... কাছীর ইবনে মুররা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবুদ-দারদা (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, প্রত্যেক নামাযেই কি কিরাআত পড়তে হবে? তিনি বলেনঃ হাঁ। তখন আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন, অপরিহার্য হয়ে গেল। আবুদ-দারদা (রাঃ) আমার দিকে তাকালেন এবং দলের মধ্যে আমিই তার অধিক নিকটে ছিলাম। তিনি বলেন, হে কাছীর! অবশ্যই আমার মতে ইমাম লোকজনের ইমামতি করলে তিনিই (তার কিরাআতই) তাদের জন্য যথেষ্ট।

بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ

حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي الْمُجَالِدِ ، ثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ قَالَ : سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَفِي كُلِّ صَلَاةٍ قِرَاءَةٌ قَالَ : " نَعَمْ " . فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ : وَجَبَتْ. فَالْتَفَتَ إِلَيَّ أَبُو الدَّرْدَاءِ وَكُنْتُ أَقْرَبَ الْقَوْمِ مِنْهُ فَقَالَ : يَا كَثِيرُ مَا أَرَى الْإِمَامَ إِذَا أَمَّ الْقَوْمَ إلََّا قَدْ كَفَاهُمْ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ কাসীর ইবন মুররা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ