লগইন করুন
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৩৯(১)। আবদুল্লাহ ইবনে আবু দাউদ আস-সিজিস্তানী (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ’গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দোয়াল্লীন’ পড়ার পর সশব্দে ’আমীন’ বলতে শুনেছি। আবু বাকর (রহঃ) বলেন, এটা (উচ্চস্বরে আমীন বলা) সুন্নাত। কেবল কূফাবাসীগণই এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। এই হাদীস এবং পরবর্তী হাদীসটি সহীহ।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ السِّجِسْتَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ ، ثَنَا وَكِيعٌ ، وَالْمُحَارِبِيُّ ، قَالَا : ثَنَا سُفْيَانُ ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ، عَنْ حُجْرٍ أَبِي الْعَنْبَسِ - وَهُوَ ابْنُ عَنْبَسٍ - عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَالَ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) ، قَالَ : تأ " آمِينَ " ، يَمُدُّ بِهَا صَوْتَهُ قَالَ أَبُو بَكْرٍ : هَذِهِ سُنَّةٌ تَفَرَّدَ بِهَا أَهْلُ الْكُوفَةِ ، هَذَا صَحِيحٌ وَالَّذِي بَعْدَهُ