লগইন করুন
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৪(৩৭). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাআত পড়তেন তখন এক এক আয়াত করে থেমে থেমে পড়তেন। (তিনি পড়তেন) বিসমিল্লাহির রহমানির রাহীম (থামতেন, অতঃপর পড়তেন) আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন (অতঃপর থামতেন, অতঃপর পড়তেন) আর-রহমানির রাহীম (অতঃপর থামতেন, অতঃপর পড়তেন) মালিকি ইয়াওমিদ্দীন (এভাবে শেষ পর্যন্ত পড়তেন)।
হাদীসের মূল পাঠ আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ)-এর বর্ণনা অনুযায়ী। এই হাদীসের সনদ সহীহ এবং তার সমস্ত রাবী নির্ভরযোগ্য। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ) আমাদেরকে বলেন, এই হাদীস উমার ইবনে হারূন (রহঃ) ইবনে জুরায়েজ (রহঃ) থেকে বর্ণনা করেন এবং তাতে আরো বক্তব্য আছে।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
قُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ أَبُو خَيْثَمَةَ ، وَقُرِئَ عَلَى عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ قَحْطَبَةَ - وَأَنَا أَسْمَعُ - حَدَّثَكُمْ مَحْمُودُ بْنُ خِدَاشٍ ، قَالَا : نَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ ، وَقُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ سَعِيدُ بْنُ يَحْيَى الْأَمَوِيُّ ، حَدَّثَنَا أَبِي ، ثَنَا ابْنُ جُرَيْجٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَرَأَ يُقَطِّعُ قِرَاءَتَهُ آيَةً آيَةً : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، الرَّحْمَنِ الرَّحِيمِ ، مَالِكِ يَوْمِ الدِّينِ ) ، وَاللَّفْظُ لِعَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ ، إِسْنَادُهُ صَحِيحٌ ، وَكُلُّهُمْ ثِقَاتٌ ، قَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ : وَرَوَاهُ عُمَرُ بْنُ هَارُونَ ، عَنِ ابْنِ جُرَيْجٍ فَزَادَ فِيهِ كَلَامًا