১১৫০

পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা

১১৫০(২৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... কাতাদা (রহঃ) বলেন, আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিরাআত পড়তেন? তিনি বলেন, তিনি উচ্চস্বরে টেনে টেনে পড়তেন। অতঃপর তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েন এবং বিসমিল্লাহ টেনে পড়েন, আর-রহমানও টেনে পড়েন এবং আর-রহীমও টেনে পড়েন।

بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ

حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، ثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، ثَنَا هَمَّامٌ ، وَجَرِيرٌ - يَعْنِي : ابْنَ حَازِمٍ - قَالَا : نَا قَتَادَةُ ، قَالَ : " سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ ، كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟ قَالَ : كَانَتْ مَدًّا ، ثُمَّ قَرَأَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) : يَمُدُّ " بِسْمِ اللَّهِ " وَيَمُدُّ " الرَّحْمَنِ " وَيَمُدُّ " الرَّحِيمِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ কাতাদাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ