লগইন করুন
পরিচ্ছেদঃ ১৪. শেষ এশার নামাযের বিবরণ
১০৩৩(২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু বিশর (রহঃ) থেকে তার সনদসূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে রাবী এখানে বলেন, তৃতীয় রাত অথবা চতুর্থ রাত। শো’বা (রহঃ) সন্দেহে পতিত হয়েছেন। এই হাদীস হুশাইম, রাকাবা ও সুফিয়ান ইবনে হুসাইন (রহঃ) আবু বিশর-হাবীব-আন-নু’মান (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন এবং তারা তৃতীয় রাতের কথা উল্লেখ করেছেন কিন্তু বাশীর-এর নামোল্লেখ করেননি।
بَابُ فِي صِفَةِ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي بِشْرٍ بِإِسْنَادِهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ إِلَّا أَنَّهُ قَالَ : " لَيْلَةَ ثَالِثَةٍ أَوْ رَابِعَةٍ " شَكَّ شُعْبَةُ . وَرَوَاهُ هُشَيْمٌ ، وَرَقَبَةُ ، وَسُفْيَانُ بْنُ حُسَيْنٍ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ حَبِيبٍ ، عَنِ النُّعْمَانِ ، وَقَالُوا : " لَيْلَةَ ثَالِثَةٍ " وَلَمْ يَذْكُرُوا بَشِيرًا