কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬৮০
পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম
৬৮০(৩৬). ইসমাঈল ইবনে আলী (রহঃ) ... আশ-শা’বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যেখানে গোসল করার নির্দেশ দেয়া হয়েছে সেখানে (পানির অভাবে) তাইয়াম্মুম করতে হবে এবং যেখানে গোসলের নির্দেশ দেয়া হয়নি সেখানে (পানির অভাবে) তাইয়াম্মুম পরিত্যক্ত হবে।
بَابُ التَّيَمُّمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَلِيٍّ ، وَعَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، قَالَا : نَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْحَرْبِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا يَحْيَى ، عَنْ مُجَالِدٍ ، عَنِ الشَّعْبِيِّ ، قَالَ : " مَا أُمِرَ فِيهِ بِالْغَسْلِ فَعَلَيْهِ التَّيَمُّمُ ، وَمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِالْغَسْلِ تُرِكَ