৬০১

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬০১(২৫). আবু বাকর আন-নাসাপুরী (রহঃ) ... ইবনে সীরীন (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে নামায পড়লেন, রাবী তারপর একই অর্থের হাদীস উল্লেখ করেন। তবে তিনি বলেন, সে তাতে পড়ে গেল। তাতে তার পিছনের লোকজন হেসে দিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্দেশ দিলেন ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।

খালিদ আল-হাযযা-হাফসা-আবুল আলিয়া সূত্রে এটিই সহীহ। আর আল-হাসান ইবনে উমারার উক্তি খালিদ আল-হাযযা-আবুল মালীহ-তার পিতার সূত্রে ভুল ও আপত্তিকর। এই হাদীস সুফিয়ান আস-সাওরী, উহাইব ইবনে খালিদ ও হাম্মাদ ইবনে সালামা-খালিদ আল-হাযযা-হাফসা-আবুল আলিয়া সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

وَحَدَّثَنَا بِهِ أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنِي يُوسُفُ بْنُ سَعِيدٍ ، ثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ ، نَا هُشَيْمٌ ، نَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ حَفْصَةَ ، عَنْ أَبِي الْعَالِيَةِ ح ، قَالَ : وَثَنَا مَنْصُورٌ ، عَنِ ابْنِ سِيرِينَ : " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى بِأَصْحَابِهِ ، ثُمَّ ذَكَرَ مَعْنَاهُ ، إِلَّا أَنَّهُ قَالَ " فَتَرَدَّى فِيهَا ، فَضَحِكَ نَاسٌ خَلْفَهُ ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - .... " مِثْلَهُ ، وَهَذَا هُوَ الصَّحِيحُ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ حَفْصَةَ ، عَنْ أَبِي الْعَالِيَةِ ، وَقَوْلُ الْحَسَنِ بْنِ عُمَارَةَ : " عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ أَبِي الْمَلِيحِ ، عَنْ أَبِيهِ " خَطَأٌ قَبِيحٌ ، وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ ، وَوُهَيْبُ بْنُ خَالِدٍ ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ حَفْصَةَ ، عَنْ أَبِي الْعَالِيَةِ كَذَلِكَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইবনু সীরীন (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ