৫৫৪

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৫৪(২৪). আবু উবায়েদ আল-কাসেম ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু হাশেম আর-রুম্মানী (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীস বর্ণিত। তার নাক দিয়ে রক্ত বের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি এজন্য পুনরায় উযু করো। আমর আল-কারশী (রহঃ) হলেন আমর ইবনে খালিদ আবু খালিদ আল-ওয়াসিতী। তিনি পরিত্যক্ত রাবী। ইমাম আহমাদ ইবনে হাম্বল ও ইয়াহইয়া ইবনে মুঈন (রহঃ) বলেন, আবু খালিদ আল-ওয়াসিতী ডাহা মিথ্যাবাদী।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ شُعْبَةَ بْنِ جُوَانٍ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ ، نَا جَعْفَرٌ الْأَحْمَرُ ، عَنْ أَبِي خَالِدٍ ، عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ بِهَذَا : أَنَّهُ رَعَفَ ، فَقَالَ لَهُ : النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَحْدِثْ لَهُ وُضُوءًا " . عَمْرٌو الْقُرَشِيُّ هَذَا : هُوَ عَمْرُو بْنُ خَالِدٍ ، أَبُو خَالِدٍ الْوَاسِطِيُّ ، مَتْرُوكُ الْحَدِيثِ ، قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ، وَيَحْيَى بْنُ مَعِينٍ : أَبُو خَالِدٍ الْوَاسِطِيُّ كَذَّابٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ