লগইন করুন
পরিচ্ছেদঃ ৪৯. পেশাব নাপাক এবং তা থেকে সতর্ক থাকার নির্দেশ এবং যেই পশুর গোশত খাওয়া জায়েয তার পেশাব সম্পর্কিত বিধান
৪৫৬(৭). আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পেশাব (ছিটা) থেকে দূরে থাকো (সতর্কতা অবলম্বন করো)। কেননা কবরের অধিকাংশ শাস্তি পেশাব (ছিটা) থেকে সাবধান না থাকার কারণে হয়ে থাকে। সঠিক কথা হলো, এটি মুরসাল হাদীস।
بَابُ نَجَاسَةِ الْبَوْلِ ، وَالْأَمْرِ بِالتَّنَزُّهِ مِنْهُ وَالْحُكْمِ فِي بَوْلِ مَا يُؤْكَلُ لَحْمُهُ
حَدَّثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ صَالِحٍ السَّمَرْقَنْدِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ السَّمَّانُ الْبَصْرِيُّ ، نَا أَزْهَرُ بْنُ سَعْدٍ السَّمَّانُ ، عَنِ ابْنِ عَوْنٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " اسْتَنْزِهُوا مِنَ الْبَوْلِ ؛ فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ " . الصَّوَابُ مُرْسَلٌ