লগইন করুন
পরিচ্ছেদঃ ৪৫. নাপাক ব্যক্তি কুরআন স্পর্শ করবে না
৪৩৩(৬). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... হাকীম ইবনে হিযাম (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি পাক-পবিত্র অবস্থা ব্যতীত কুরআন স্পর্শ করবে না। ইবনে মাখলাদ আমাদের বলেন, আমি জাফার (রহঃ)-কে বলতে শুনেছি, হাসসান ইবনে বিলাল (রহঃ) আয়েশা (রাঃ) ও আম্মার (রাঃ) থেকে হাদীস শুনেছেন। তাকে বলা হলো, মাতার (রহঃ) কি হাসসান (রহঃ) থেকে হাদীস শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ।
بَابٌ فِي نَهْيِ الْمُحْدِثِ عَنْ مَسِّ الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا جَعْفَرُ بْنُ أَبِي عُثْمَانَ الطَّيَالِسِيُّ ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْمِنْقَرِيُّ ، قَالَ : سَمِعْتُ أَبِي ، نَا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ ، نَا مَطَرٌ الْوَرَّاقُ ، عَنْ حَسَّانَ بْنِ بِلَالٍ ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ لَهُ : " لَا تَمَسَّ الْقُرْآنَ إِلَّا وَأَنْتَ عَلَى طُهْرٍ " . قَالَ لَنَا ابْنُ مَخْلَدٍ : سَمِعْتُ جَعْفَرًا يَقُولُ : سَمِعَ حَسَّانُ بْنُ بِلَالٍ مِنْ عَائِشَةَ وَعَمَّارٍ . قِيلَ لَهُ : سَمِعَ مَطَرٌ مِنْ حَسَّانَ ؟ ، فَقَالَ : نَعَمْ