কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৬৮
পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত
৩৬৮(৫৪). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... নাফে’ (রহঃ) থেকে বর্ণিত। ইবনে উমর (রাঃ) যখন উযু করতেন ... ইবনে আবুল ইশরীন (রহঃ)-এর কথার অনুরূপ। তবে তিনি এ হাদীস মারফুরূপে বর্ণনা করেননি। আর এটাই সঠিক।
بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ
حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، نَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، نَا أَبُو الْمُغِيرَةِ ، نَا الْأَوْزَاعِيُّ ، نَا عَبْدُ الْوَاحِدِ بْنُ قَيْسٍ ، عَنْ نَافِعٍ : أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا تَوَضَّأَ فَذَكَرَ نَحْوَ قَوْلِ ابْنِ أَبِي الْعِشْرِينَ ، إِلَّا أَنَّهُ لَمْ يَرْفَعْهُ ، وَهُوَ الصَّوَابُ