২৯৪

পরিচ্ছেদঃ ৩২. মসেহ করার জন্য নতুন পানি ব্যবহার

২৯৪(১). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে উযু করেছেন (প্রতি অঙ্গ তিনবার ধুয়েছেন) এবং মাথা মসেহ করার জন্য নতুন পানি নিয়েছেন।

بَابُ تَجْدِيدِ الْمَاءِ لِلْمَسْحِ

نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ الْقَطْوَانِيُّ ، نَا حَسَنُ بْنُ سَيْفِ بْنِ عُمَيْرَةَ ، حَدَّثَنِي أَخِي عَلِيُّ بْنُ سَيْفٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ ، عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ ، عَنْ عَبْدِ خَيْرٍ ، عَنْ عَلِيٍّ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا ، وَأَخَذَ لِرَأْسِهِ مَاءً جَدِيدًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ