২৮৪

পরিচ্ছেদঃ ২৯. দুই হাতের অবশিষ্ট পানি দিয়ে (মাথা) মসেহ করা

২৮৪(২)। মুহাম্মাদ ইবনে হারূন আবু হামেদ (রহঃ) ... মুআব্বিয-কন্যা আর-রুবাই (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে আসতেন এবং উযু করতেন। তিনি তাঁর দুই হাতের লেগে থাকা অবশিষ্ট পানি দিয়ে মাথা মসেহ করতেন এবং এভাবে মসেহ করতেন। ইবনে দাউদ (রহঃ) মসেহ করার বর্ণনা দিয়ে বলেন, তিনি তাঁর উভয় হাত মাথার পিছন থেকে সম্মুখভাগে, অতঃপর সম্মুখভাগ থেকে পিছন দিকে মসেহ করতেন।

بَابُ الْمَسْحِ بِفَضْلِ الْيَدَيْنِ

نَا مُحَمَّدُ بْنُ هَارُونَ أَبُو حَامِدٍ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ سَمِعْتُ سُفْيَانَ بْنَ سَعِيدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَأْتِينَا فَيَتَوَضَّأُ ، فَمَسَحَ رَأْسَهُ بِمَا فَضَلَ فِي يَدَيْهِ مِنَ الْمَاءِ ، وَمَسَحَ هَكَذَا ، وَوَصَفَ عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، قَالَ : بِيَدَيْهِ مِنْ مُؤَخَّرِ رَأْسِهِ إِلَى مُقَدَّمِهِ ، ثُمَّ رَدَّ يَدَيْهِ مِنْ مُقَدَّمِ رَأْسِهِ إِلَى مُؤَخَّرِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ