২৩০

পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা

২৩০(১). উসমান ইবনে আহমাদ আদ-দাককাক (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পানি পায়নি সে নবীয (খেজুর ভিজানো পানি) দিয়ে উযু করতে পারে। আবু মুহাম্মাদ বলেন, অর্থাৎ যে নবীযে মাদকতা আসেনি। এমনি আরো বলেছেন, আল-মুসায়াব ইবনে ওয়াদেহ হাদীসের দুই স্থানে ইবনে আব্বাস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অনুমানের ভিত্তিতে উল্লেখ করেছেন। এ ব্যাপারে আল-মুসায়্যাব থেকে মতানৈক্য করা হয়েছে (যথার্থ কথা হলো, এটি ইকরিমার বক্তব্য)।

بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ

ثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، نَا أَبُو الْقَاسِمِ يَحْيَى بْنُ عَبْدِ الْبَاقِي ، نَا الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ ، نَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ الْحَلَبِيُّ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " النَّبِيذُ وَضُوءٌ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ " . قَالَ : أَبُو مُحَمَّدٍ يَعْنِي الَّذِي لَا يُسْكِرُ كَذَا قَالَ ، وَوَهِمَ فِيهِ الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ فِي مَوْضِعَيْنِ فِي ذِكْرِ ابْنِ عَبَّاسٍ ، وَفِي ذِكْرِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَقَدِ اخْتُلِفَ فِيهِ عَلَى الْمُسَيَّبِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ