কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৭৪
পরিচ্ছেদঃ ২১. ব্যবহারের পর অবশিষ্ট পানি সম্পর্কে
১৭৪(৪). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে যায়েদ আল-হানানী (রহঃ).... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কুকুরের (বিক্রয়) মূল্য ঘৃণিত এবং কুকুর তার চেয়েও অধিক ঘৃণিত।
ইউসুফ আস-সামতী দুর্বল রাবী।
ইয়াহইয়া ইবনে মাঈন তাকে মিথুক বলেছেন, ইবনে সা'দ তাকে দুর্বল বলেছেন, নাসাঈ বলেছেন, তিনি ছিকাহ (নির্ভরযোগ্য) রাবী নন এবং বুখারী বলেছেন, মুহাদ্দিসগণ তার সম্পর্কে মন্তব্য করা থেকে নীরব রয়েছেন।-অনুবাদক।
بَابُ الْآسَارِ
ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ زَيْدٍ الْحِنَّائِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ دَاوُدَ بْنِ أَبِي عَتَّابٍ ، نَا أَبُو كَامِلٍ ، نَا يُوسُفُ بْنُ خَالِدٍ السَّمْتِيُّ ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبَّادٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " ثَمَنُ الْكَلْبِ خَبِيثٌ وَهُوَ أَخْبَثُ مِنْهُ " . يُوسُفُ السَّمْتِيُّ ضَعِيفٌ