১৫৩

পরিচ্ছেদঃ ১৭. ইসতিনজার হুকুম

১৫৩(১৪). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বোক্ত সূত্রে মুরসালরূপে বর্ণনা করেন।

بَابُ الِاسْتِنْجَاءِ

نَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، نَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْحَرْبِيُّ ، نَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ ، نَا ابْنُ وَهْبٍ ، نَا زَمْعَةُ بْنُ صَالِحٍ ، عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامَ وَابْنِ طَاوُسٍ ، عَنْ طَاوُسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، بِهَذَا مُرْسَلًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ তাঊস (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ