১৪৫

পরিচ্ছেদঃ ১৭. ইসতিনজার হুকুম

১৪৫(৬). জাফার ইবনে মুহাম্মাদ ইবনে নাসীর (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাড় অথবা শুকনা গোবর অথবা কয়লা দিয়ে শৌচ করতে নিষেধ করেছেন। শামবাসীর সনদসূত্র প্রমাণিত নয়।

بَابُ الِاسْتِنْجَاءِ

نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، نَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَبِيبٍ ، نَا هِشَامُ بْنُ عَمَّارٍ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، نَا يَحْيَى بْنُ أَبِي عَمْرٍو السَّيْبَانِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ فَيْرُوزَ الدَّيْلَمِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : نَهَانَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ نَسْتَنْجِيَ بِعَظْمٍ أَوْ رَوْثٍ أَوْ حُمَمَةٍ . إِسْنَادٌ شَامِيٌّ لَيْسَ بِثَابِتٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ