কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১২২
পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা
১২২(২৯). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে মুগাল্লাস (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত জীবের চামড়া প্রক্রিয়াজাত করার পর উপযোগী হলে তা কাজে লাগাও, পরিশোধন মাটি অথবা ছাই অথবা লবণ অথবা অন্য কিছুর দ্বারাই করা হোক না কেন।
بَابُ الدِّبَاغِ
نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُغَلِّسٍ ، نَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ الْبَلْخِيُّ ، نَا مَعْرُوفُ بْنُ حَسَّانَ ، نَا عُمَرُ بْنُ ذَرٍّ ، عَنْ مُعَاذَةَ ، عَنْ عَائِشَةَ قَالَتْ ، قَالَ : النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " اسْتَمْتِعُوا بِجُلُودِ الْمَيْتَةِ إِذَا هِيَ دُبِغَتْ ، تُرَابًا كَانَ أَوْ رَمَادًا أَوْ مِلْحًا أَوْ مَا كَانَ ، بَعْدَ أَنْ تُرِيدَ صَلَاحَهُ