লগইন করুন
পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা
১০৫(১২). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... সালামা ইবনুল মুহাববিক (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে এক মহিলার নিকট থেকে পানি আনার নির্দেশ দিলেন। মহিলা বলেন, আমার নিকট মৃত জীবের চামড়ার মশকে পানি আছে। তিনি বলেন, তুমি কি তার চামড়া পরিশোধন করোনি? মহিলাটি বলেন, হ্যাঁ। তিনি বলেনঃ তার চামড়া পরিশোধন করার দ্বারা পবিত্র হয়ে গেছে।
بَابُ الدِّبَاغِ
نَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ الْهَيْثَمِ الْعَبْدِيُّ ، ثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ ، نَا أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ جَوْنِ بْنِ قَتَادَةَ ، عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ ؛ أَنَّ نَبِيَّ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - دَعَا فِي غَزْوَةِ تَبُوكَ بِمَاءٍ مِنْ عِنْدِ امْرَأَةٍ ، فَقَالَتْ : مَا عِنْدِي مَاءٌ إِلَّا فِي قِرْبَةٍ لِي مَيْتَةٍ ، فَقَالَ : " أَلَيْسَ قَدْ دَبَغْتِهَا " . قَالَتْ بَلَى ، قَالَ : " فَإِنَّ ذَكَاتَهَا دِبَاغُهَا