৭৬

পরিচ্ছেদঃ ৫. সমুদ্রের পানি সম্পর্কে

৭৬(১৩)। আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... মুগীরা ইবনে আবু বুরদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমারা সমুদ্রে যাতায়াত করি, সাথে সামান্য পানি নিয়ে যাই। আমরা যদি তা দিয়ে উযু করি তাহলে তৃষ্ণার্ত হবো (পানোপযোগী পানির অভাবে)। অতএব আমরা কি সাগরের পানি দিয়ে উযু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল। হাদীসের মূল পাঠ আল-কা’নবীর। ইবনে মাহদী এটিকে সংক্ষেপ করেছেন।

بَابٌ فِي مَاءِ الْبَحْرِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا أَحْمَدُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ ، نَا مَالِكٌ ، قَالَ : الْمَحَامِلِيُّ : وَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ مَالِكٍ ، ح : وَثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا الْقَعْنَبِيُّ ، نَا مَالِكٌ ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ مِنْ آلِ ابْنِ الْأَزْرَقِ : أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ - وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ - أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ : سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ " وَالْحَدِيثُ عَلَى لَفْظِ الْقَعْنَبِيِّ ، وَاخْتَصَرَهُ ابْنُ مَهْدِيٍّ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ