৪৭

পরিচ্ছেদঃ ২. পরিবর্তিত পানির হুকুম

৪৭(৭). ইয়া’কূব ইবন ইবরাহীম আল-বাযযায (রহঃ) ... সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) বলেন, পানির সবটুকুই পবিত্র কোন কিছু তাকে অপবিত্র করতে পারে না।

بَابُ الْمَاءِ الْمُتَغَيِّرِ

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا هُشَيْمٌ ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ : إِنَّ الْمَاءَ طَهُورٌ كُلُّهُ لَا يُنَجِّسُهُ شَيْءٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ