কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৮৫৯
পরিচ্ছেদঃ ১. তৃতীয় প্রকার শর্তাবলী কৃষিতে বর্গা ও চুক্তি ইত্যাদি
৩৮৫৯. মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তুমি কোন শ্রমিকের দ্বারা পরিশ্রম করতে ইচ্ছা কর, তখন তার পারিশ্রমিক ঠিক করে নিও।
الثالث- গ্রন্থকার বর্গাচাষ বিষয়ক হাদীসসমূহকে ‘তৃতীয় প্রকার শর্তাবলী’-এ শিরোনামের অধীনে উল্লেখ করেছেন এই দৃষ্টিতে যে, এর পূর্বে ‘মান্নত’ ও ‘কসম’ সংক্রান্ত হাদীস বর্ণিত হয়েছে এবং মান্নত ও কসমও শর্তযুক্ত হয়ে থাকে। সে দুটির পর বর্গাচাষ যেন তৃতীয় শর্তযুক্ত বিষয়। বর্গাচাষেও নানারকমের শর্ত থাকে, যা হাদীস দ্বারা জানা যাবে।
-
তাহক্বীকঃ যয়ীফ মাওকুফ।
الثَّالِثُ مِنْ الشُّرُوطِ فِيهِ الْمُزَارَعَةُ وَالْوَثَائِقُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ أَنْبَأَنَا حِبَّانُ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ شُعْبَةَ عَنْ حَمَّادٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ إِذَا اسْتَأْجَرْتَ أَجِيرًا فَأَعْلِمْهُ أَجْرَهُ
It was narrated that Abu Sa'eed said:
"When you hire a worker, tell him what his wages will be."