কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৯৩
পরিচ্ছেদঃ ৮১. সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা
৭৯৩. (অপর সনদে) আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় তার সাথে মেলামেশা[1] (স্পর্শ) করতেন।[2]
[1] ‘باشر বাশিরু’ শব্দটি আসলে মেলামেশা বা স্পর্শ করা অর্থে এসেছে। এর মূল হলো সঙ্গম করা ব্যতীত পুরুষের (শরীরের) চামড়া নারীর চামড়া স্পর্শ করা।
[2] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: এটি আগের হাদীসের পূনরুক্তি। আগের টীকাটি দেখুন।
بَابُ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ
أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ الْبَصْرِيُّ رَوْحُ بْنُ أَسْلَمَ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ إسناده صحيح