কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১০৯০
পরিচ্ছেদঃ ৯. ঈলা, যিহার ও কাফফারার বিবরণ - ঈ’লার (স্ত্রী থেকে পৃথক থাকার শপথ করা) বিধানাবলী
১০৯০। সুলাইমান ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি দশ জনেরও অধিক সাহাবীকে দেখেছি তারা (ঈলাকারীদেরকে) বিচারকের নিকট হাজির করেছেন। —শাফেয়ী।[1]
[1] শাইখ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব তাঁর আল হাদীস (৪/১৬৬) গ্রন্থে এর সানাদকে সহীহ বলেছেন। নাসিরুদ্দীন আলবানী তীর ইরওয়াউল গালীল (২০৮৬) গ্রন্থে يقفون এর স্থলে يوقفون শব্দে একই বর্ণনাকারী থেকে বর্ণনা করেছেন। অর্থাৎ باب ضرب يضرب এর স্থলে باب إفعال এর সিগাহ ব্যবহার করেছেন। আর হাদীসটিকে সহীহ বলেছেন।
وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: أَدْرَكْتُ بِضْعَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - كُلُّهُمْ يَقِفُونَ الْمُولِي. رَوَاهُ الشَّافِعِيُّ - صحيح. رواه الشافعي في «المسند» (2/ 42/ رقم 139)