কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৮৪
পরিচ্ছেদঃ ৯. যৌথ ব্যবসা ও উকিল নিযোগ করা - দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পক্ষে দায়িত্বভার অৰ্পনকারীর কল্যাণে মাল খরচের বিধান
৮৮৪. উরওয়াহ বারিকী (রাঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে একটি দীনার দিয়ে তাঁর জন্য কুরবানীর জন্তু ক্রয় করতে পাঠিয়েছিলেন।
অন্য হাদীসের মধ্যে তিনি এ অংশটুকু বৰ্ণনা করেছেন যা পূর্বে বর্ণিত হয়েছে।[1]
[1] সহীহ, আবূ দাউদ ৩৩,৮৪, ইমাদুদ্দীন ইবনু কাসীর লিখিত ইরশীদুল ফকীহ (২/৬৩) ইবনু আবদুল বার লিখিত আত-তামহীদ (২/১০৮) গ্রন্থে হাদীসটিকে উত্তম বলেছেন। ইবনুল মুলকিনের আল বাদারুল মুনীর (৬/৪৫২) সহীহ সানাদে।
وَعَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - بَعَثَ مَعَهُ بِدِينَارٍ يَشْتَرِي لَهُ أُضْحِيَّةً ... الْحَدِيثَ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي أَثْنَاءِ حَدِيثٍ, وَقَدْ تَقَدَّمَ - صحيح