কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৬৮
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য আন্তরিকতার সাথে দু’আ করার নির্দেশ
৫৬৮. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোন মৃতের জন্য সালাত আদায় করবে-তখন তার জন্য আন্তরিকভাবে দু’আ কর। আবূ দাউদ। ইবনু হিব্বান একে সহীহ বলেছেন।[1]
[1] আবূ দাউদ ৩১৯৯, ইবনু মাজাহ ১৪৯৭
وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ - حسن. رواه أبو داود (3199)، وابن حبان (3076)
Abu Hurairah (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) said:
“If you offer the funeral prayer for a deceased person, supplicate Allah sincerely for him." Related by Abu Dawud.