৫৬৮

পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য আন্তরিকতার সাথে দু’আ করার নির্দেশ

৫৬৮. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোন মৃতের জন্য সালাত আদায় করবে-তখন তার জন্য আন্তরিকভাবে দু’আ কর। আবূ দাউদ। ইবনু হিব্বান একে সহীহ বলেছেন।[1]

وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ - حسن. رواه أبو داود (3199)، وابن حبان (3076)


Abu Hurairah (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) said: “If you offer the funeral prayer for a deceased person, supplicate Allah sincerely for him." Related by Abu Dawud.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ