৪৫৮

পরিচ্ছেদঃ ১২. জুমু’আর সালাত - জুমু’আর সালাতে কোন সূরা পড়তে হয়

৪৫৮. মুসলিমে নুমান বিন বাশীর (রাঃ)-এর বর্ণিত হাদীসে আছে—দু’ ঈদের সালাতে ও জুমু’আহর সালাতে ’সাব্বি হিসমা রাব্বিকাল আ’লা’ ও ’হাল আতাকা হাদিসুল গাশিয়্যাহ’ সূরা দু’টি তিলাওয়াত করতেন।[1]

وَلَهُ: عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: كَانَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ: بِـ «سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى»، وَ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ - صحيح. رواه مسلم (878)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ