৪৫৬

পরিচ্ছেদঃ ১২. জুমু’আর সালাত - খুতবা চলাকালীন সময়ে তাহিয়্যাতুল মসজিদ আদায়ের বিধান

৪৫৬. জাবির ইবনু ’আবদুল্লাহ (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, এক জুমু’আহর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছ কি? সে বলল, না; তিনি বললেনঃ উঠ, দু’ রাক’আত সালাত আদায় কর।[1]

وَعَنْ جَابِرٍ قَالَ: دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ, وَالنَّبِيُّ - صلى الله عليه وسلم - يَخْطُبُ، فَقَالَ: «صَلَّيْتَ?» قَالَ: لَا. قَالَ: «قُمْ فَصَلِّ رَكْعَتَيْنِ». مُتَّفَقٌ عَلَيْهِ - صحيح. رواه البخاري (931)، ومسلم (875) (55)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ