৪৫৩

পরিচ্ছেদঃ ১২. জুমু’আর সালাত - জুমু’আর খুতবাতে সূরা ক্বাফ পড়া মুস্তাহাব

৪৫৩. উম্মু হিশাম বিনতু হারিসাহ হতে বৰ্ণিত। তিনি বলেন-আমি সূরা (ক্বাফ) রসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যবান থেকে শিক্ষা করেছি। তিনি সূরাটি প্রতিটি জুমু’আহর খুতবায় মিম্বারে উঠে পাঠ করতেন যখন লোকেদের মাঝে তিনি খুতবাহ দিতেন।[1]

وَعَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: مَا أَخَذْتُ: «ق وَالْقُرْآنِ الْمَجِيدِ»، إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقْرَؤُهَا كُلَّ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خَطَبَ النَّاسَ. رَوَاهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم (873) (52) وانظر رقم (469)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ