কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৪০
পরিচ্ছেদঃ ৫. সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্ৰদান - রাতের খাবার উপস্থিত হলে সালাতে বিলম্ব করার বিধান
২৪০. আনাস (রাঃ) থেকে বৰ্ণিত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- রাতের খাবার সামনে এসে গেলে মাগরিবের সালাত আদায়ের পূর্বেই খানা শুরু করবে।[1]
[1] বুখারী ৬৭২; মুসলিম ৫৫৭; মুসলিমের বর্ণনায় قُدِّمَ শব্দের পরিবর্তে قُرِّبَ শব্দ রয়েছে। আর তাদের উভয়ের বর্ণনায় রয়েছে: تصلوا صلاة المغرب তোমরা মাগরিবের সালাত আদায় করবে। তাঁরা উভয়েই ولا تعجلوا عند عشائكم বাক্যাংশটি বৃদ্ধি করেছেন।
وَعَنْ أَنَسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا الْمَغْرِبَ» مُتَّفَقٌ عَلَيْهِ - صحيح. رواه البخاري (672)، ومسلم (557)، وعند مسلم «قُرِّبَ» بدل «قُدِّمَ» وعندهما «تصلوا صلاة المغرب». وزادا: ولا تعجلوا عند عشائكم