১৮১

পরিচ্ছেদঃ ২. আযান (সালাতের জন্য আহ্বান) - আযানের শব্দ দু’বার করে আর ইকামাতের শব্দ একবার করে

১৮১। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) যেন জোড়া বাক্যে ’আযান’ ও বিজোড় বাক্যে ’ইকামাত’ দেন (কাদকামাতিস সালাহ) দু’বার। এভাবে (আযান-ইকামত) দেয়ার আদেশ দেয়া হয়েছিল। তবে মুসলিমে ইল্লাল ইকামাত তথা ’কাদকামাতিস সালাহ’ দু’বার বলতে হয়- কথার উল্লেখ করেননি।[1]

নাসায়ীতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ)-কে এরূপ আদেশ করেছিলেন। [2]

وَعَنْ أَنَسِ [بْنِ مَالِكٍ]- رضي الله عنه - قَالَ: أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْآذَانَ, وَيُوتِرَ الْإِقَامَةَ, إِلَّا الْإِقَامَةَ, يَعْنِي قَوْلَهُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَلَمْ يَذْكُرْ مُسْلِمٌ الِاسْتِثْنَاءَ وَلِلنَّسَائِيِّ: أَمَرَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - بِلَالًا - صحيح. رواه البخاري (605)، ومسلم (378) صحيح. رواه النسائي (2/ 3)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ