৪৮

পরিচ্ছেদঃ ৬. উযূ বিনষ্টকারী বিষয়সমূহ

৪৮। জাবির (রাঃ) থেকে আরো বর্ণিত। ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ করার সময় তাঁর দু’ কনুই-এর উপর পানি ফিরাতেন’।-দারীকুতনী দুর্বল সানাদে এটি বর্ণনা করেছেন।[1]

باب نواقض الوضوء

وَعَنْهُ قَالَ: كَانَ النَّبِيَّ - صلى الله عليه وسلم - إِذَا تَوَضَّأَ أَدَارَ الْمَاءَ عَلَى مُرْفَقَيْهِ. أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادِ ضَعِيفٍ - ضعيف جدا. رواه الدارقطني (1/ 15/83)


Narrated Jabir bin ‘Abdullah (rad): The Prophet (ﷺ) used to run the water down his elbows while performing ablution [Reported by Ad-Daraqutni with aweak chain of narrators].


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ