কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৬৩
পরিচ্ছেদঃ ৪১. যে ব্যক্তি লোকদেরকে বিরক্ত করাকে অপছন্দ করেন
৪৬৩. আবু হিলাল বলেন, আমি হাসানকে বলতে শুনেছি: তাকে বলা হতো: লোকদের নিকট হাদীস বর্ণনা করো, যখন তারা মনোযোগ সহকারে তোমার নিকটে আসে। আর যখন তারা (এদিকে সেদিক) তাকাতে থাকে, তখন বুঝে নেবে যে, তাদের (অপর) প্রয়োজন রয়েছে।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান পর্যন্ত হাসান।
তাখরীজ: ইবনু আবী শাইবা ৯/৬৯।
بَابُ مَنْ كَرِهَ أَنْ يُمِلَّ النَّاسَ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو هِلَالٍ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ: كَانَ يُقَالُ: حَدِّثِ الْقَوْمَ مَا أَقْبَلُوا عَلَيْكَ بِوُجُوهِهِمْ، فَإِذَا الْتَفَتُوا، فَاعْلَمْ أَنَّ لَهُمْ حَاجَاتٍ إسناده إلى الحسن حسن