কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪০৪
পরিচ্ছেদঃ ৩৪. আল্লাহ ছাড়া অন্য কারও বা কিছুর উদ্দেশ্যে ইলম অন্বেষণকারীর নিন্দা
৪০৪. উতবাহ ইবনু আবী হাকীম, আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন: জ্ঞানী ব্যক্তিদের বাণী বা উক্তি না থাকলে আমাদের যে কী হতো![1]
[1] তাহক্বীক্ব: ‘ইনকিত্বা’র কারণে এর সনদ যয়ীফ। কেননা, উতবাহ আবু দারদা’র সাক্ষাৎ পাননি। (তবে খতীবের সনদ সহীহ। তাখরীজ দেখুন-অনুবাদক)
তাখরীজ: খতীব, আল ফাকিহ ওয়াল মুতাফাককিহ নং ১৪১ সহীহ সনদে।
بَابُ: التَّوْبيخِ لِمَنْ يَطْلُبُ الْعِلْمَ لِغَيْرِ اللَّهَ
أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنِي بَقِيَّهُ، سَمِعْتُ عُتْبَةَ بْنَ أَبِي حَكِيمٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «وَمَا نَحْنُ لَوْلَا كَلِمَاتُ الْعُلَمَاءِ؟ إسناده ضعيف بسبب الانقطاع فإن عتبة لم يدرك أبا الدرداء