লগইন করুন
পরিচ্ছেদঃ ৩৪. আল্লাহ ছাড়া অন্য কারও বা কিছুর উদ্দেশ্যে ইলম অন্বেষণকারীর নিন্দা
৪০৩. সাকান ইবনু উমাইর বলেন, আমি ওয়াহাব ইবনু মুনাব্বিহকে বলতে শুনেছি: হে পুত্র! তোমার উপর অপরিহার্য হলো ’হিকমাহ’ অবলম্বন করা। আর হিকমাতের মধ্যেই রয়েছে পরিপূর্ণ কল্যাণ। (আর হিকমাহ হলো এই যে): তুমি বড়দের উপরে ছোটদেরকে এবং স্বাধীন লোকদের উপর দাসদেরকে মর্যাদা দান করবে। আর তুমি মর্যাদাবান ব্যক্তির মর্যাদা আরও বাড়িয়ে দেবে এবং রাজার আসনে ফকীরকে বসাবে।”[1]
بَابُ: التَّوْبيخِ لِمَنْ يَطْلُبُ الْعِلْمَ لِغَيْرِ اللَّهَ
أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَنبَأَنَا بَقِيَّةُ، عَنِ السَّكَنِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ وَهْبَ بْنَ مُنَبِّهٍ، يَقُولُ: يَا بُنَيَّ عَلَيْكَ بِالْحِكْمَةِ، فَإِنَّ الْخَيْرَ فِي الْحِكْمَةِ كُلَّهُ: وَتُشَرِّفُ الصَّغِيرَ عَلَى الْكَبِيرِ، وَالْعَبْدَ عَلَى الْحُرِّ، وَتُزِيدُ السَّيِّدَ سُؤْدُدًا، وَتُجْلِسُ الْفَقِيرَ مَجَالِسَ الْمُلُوكِ إسناده ضعيف بقية مدلس تدليس تسوية ولم يصرح بالتحديث إلى نهاية الإسناد