কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৩৬
পরিচ্ছেদঃ ৩২. ইলম ও আলিমের মর্যাদা
৩৩৬. তিনি আরও বলেন, হাসান ইবনু সালিহ বলেছেন: লোকেরা যেভাবে তাদের দুনিয়াবী (পার্থিব) বিষয়ে খাদ্য ও পানীয়ের মুখাপেক্ষী, ঠিক তেমনিভাবে তারা তাদের দীনের বিষয়ে এ ইলমের মুখাপেক্ষী।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ। এ সনদ পূর্বের হাদীসের অনুরূপ।
তাখরীজ: খতীব, শরফু আসহাবিল হাদীস নং ১৭৮।
بَابٌ فِي فَضْلِ الْعِلْمِ وَالْعَالِمِ
وقَالَ: قَالَ الْحَسَنُ بْنُ صَالِحٍ، «إِنَّ النَّاسَ لَيَحْتَاجُونَ إِلَى هَذَا الْعِلْمِ فِي دِينِهِمْ، كَمَا يَحْتَاجُونَ إِلَى الطَّعَامِ وَالشَّرَابِ فِي دُنْيَاهُمْ